বরগুনায় সাংবাদিকের উপর ‘মুখোশধারীদের’ হামলা
বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2021 10:17 AM BdST Updated: 28 Jan 2021 10:17 AM BdST
বরগুনায় ‘পাথরঘাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মুখোশধারীদের’ হামলায় স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার রাতে ৯টার দিকে তার বাসার পাশেই এ হামলা শিকার হন বলে জানিয়েছেন ওই সাংবাদিক।
আহত অমল তালুকদার (৩৫) ‘ভোরের কাগজ’ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি।
এ হামলার সত্যতা স্বীকার করে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন বলেন, অভিযোগ পেলে আমরা তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
আহত অমল তালুকদার জানান, বাসার সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকজন সহকর্মীকে বসিয়ে রেখে তিনি বাসায় আসেন। বাসা থেকে বের হয়ে সেখানে ফেরার সময় চার থকে পাঁচজন মুখোশধারী তাকে হামলা করে। তার চিৎকারে অফিসে অপেক্ষকমান সহকর্মীরা এগিয়ে এলে দৃর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।
তাকে তাৎক্ষণিকভাবে পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার জন্য চিকিৎসা শেষে সাংবাদিক অমলকে বাসায় নিয়ে আসা হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ফারুক চৌধুরী বলেন, নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন সাংবাদিকদের জন্য ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে।
মঙ্গলবার পাথরঘাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুইজন মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দায়িত্ব পালন করতে গিয়ে তিনজন সাংবাদিক আহত হন। একজন সাংবাদিকের অফিসে হামলা করে ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, কম্পিউটর ভাংচুর করা হয়।
-
পঞ্চম ধাপে পৌর নির্বাচন: অধিকাংশ মেয়র আ. লীগের
-
গাজীপুরে কয়েকটি বস্তিতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
-
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় ২ জনের প্রাণদণ্ড
-
কালিহাতীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
-
বাগেরহাটে যুবককে বেঁধে নির্যাতন, ৪ দিনেও গ্রেপ্তার নেই
-
দলবদ্ধ কুকুরের হামলায় নিহত শিশু
-
পঞ্চম ধাপে পৌর মেয়র হচ্ছেন যারা
-
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনে জয়ী আ. লীগ
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়