হবিগঞ্জে ‘মুক্তিপণের জন্য অপহৃত’ স্কুল ছাত্র হত্যা, আটক ৩
হবিগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2021 04:54 PM BdST Updated: 26 Jan 2021 06:08 PM BdST
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন, যাকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার নুরপুর ইউনিয়ানের পশ্চিম নছরতপুর গ্রামে মঙ্গলবার এই ছাত্রের লাশ পাওয়া যায়।
নিহত তানভীর আহমেদ (১৬) নছরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। তানভীর স্থানীয় হাজী আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
ছাত্র।
এই ঘটনায় পুলিশ স্থানীয় জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়াকে (১৮) আটক করেছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, গত শনিবার [২৪ জানুয়ারি] রাত ৮টার দিকে তানভীরকে অপহরণ করে একই গ্রামের কয়েকজন যুবক। পরে তারা তানভীরের বাবার মোবাইলে ফোন করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তানভীরের বাবা বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করলে পুলিশ তদন্ত শুরু করে বলে ওসি জানান।
ওসি আরও বলেন, তদন্তের এক পর্যায়ে রোববার রাতে অপহরণকারী সন্দেহে জাহেদ ও শান্তকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং অপহরণ চক্রের হোতা উজ্জ্বলের নাম প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে উজ্জ্বলকে আটক করে পুলিশ।
“উজ্জ্বলের দেওয়া তথ্যমতে দুপুরে ওই ছাত্রের মরদেহ তাদের বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।”
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরকারীরা তানভীরকে গলায় ফাঁস ও বুকে ছুরি মেরে হত্যার কথা স্বীকার করেছে। মুক্তিপণের টাকা না পেয়ে তারা তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে পুকুরে পুঁতে রাখে।
এই ঘটনার পেছনে আরও কোনো কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে বলে ওসি জানান।
-
সাতক্ষীরায় শিক্ষিকাকে ‘চালপড়া খাইয়ে চুরির অপবাদ’
-
মুশতাকের মৃত্যু: রাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
-
জামালপুরে ৪ পৌরসভায় মক ভোটিং
-
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
-
আমার ছেলের খুনিদের একটু দেখতে চাই: মুজাক্কিরের বাবা
-
চাঁদপুরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
-
খুলনায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে পরিবহন
-
অটোরিকশায় বাসের ধাক্কা, বগুড়ায় নিহত ৪
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল