ইটের মাপ ঠিক না থাকায় হবিগঞ্জে ৫ ভাটাকে জরিমানা

হবিগঞ্জে ইটের মাপ সঠিক না থাকায় দুইটি উপজেলার পাঁচ ভাটামালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 11:13 AM
Updated : 18 Jan 2021, 11:13 AM

সোমবার বিকেলে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাকৃত ভাটাগুলো হল, নিউ পদ্মা ব্রিকস, সুজাত ব্রিকস, পলাশ ব্রিকস, নাভিল ব্রিকস এবং মেট্রো ব্রিকস।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে পাঁচটি ইটভাটায় ইটের সঠিক সাইজ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচটি ইটভাটাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করেও দেওয়া হয়েছে।

নিউ পদ্মাকে ১৫ হাজার, সুজাতকে ২৫ হাজার, পলাশকে ২৫ হাজার, নাভিলকে ২০ হাজার এবং মেট্রোকে ২৫ হাজার টাকা জরিমানা করার কথা জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ ভ্রাম্যামাণ আদালতকে সহযোগিতা করে র‌্যাব-৯ এর একটি টিম।