কালিহাতীতে ‘গৃহবধূর’ লাঠির আঘাতে ষাটোর্ধ্ব ভাসুরের মৃত্যু

টাঙ্গাইলে চাচাত ভাসুরকে লাঠির আআতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2021, 05:51 PM
Updated : 17 Jan 2021, 05:51 PM

রোববার দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুরে এই ঘটনা ঘটে।

নিহত হাফেজ উদ্দিন (৬৫) একই এলাকার প্রয়াত বাহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুকুমার ঘোষ সাংবাদিকদের বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাফেজ উদ্দিনের সঙ্গে চাচাত ভাই হুরমুজ আলীর পরিবারের বিরোধ চলছিল। রোববার ওই জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়।

“এক পর্যায়ে হুরমুজ আলীর স্ত্রী মনি বেগম লাঠি দিয়ে হাফেজের মাথায় আঘাত করলে হাফেজ লুটিয়ে পড়েন।”

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে সুকুমার জানান।

এই ব্যাপারে ১৫ দিন আগেও তাদের পারিবারিক বিরোধ নিয়ে একটি সালিশ বৈঠক হয়েছে বলে এলেঙ্গা পৌর মেয়র নূরে-আলম সিদ্দিকী জানান।

কালিহাতী থানার ওসি সওগাতুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।