হবিগঞ্জে অটোরিকশার ১০ টাকা ভাড়ার জন্য সংঘর্ষ

হবিগঞ্জে অটোরিকশার দশ টাকা ভাড়া নিয়ে কথা কাটাকটির জেরে দুদলের সংঘর্ষের মধ্যে পুলিশসহ অন্তত ‘২৫ জন’ আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2021, 11:39 AM
Updated : 17 Jan 2021, 11:39 AM

লাখাই উপজেলার শিবপুর গ্রামে রোববার দুপুরে এই সংঘর্ষ হয় বলে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান।  

আহতদের মধ্যে ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি সাইদুল ইসলাম বলেন, শিবপুর গ্রামের টমটম চালক অলি মিয়ার সঙ্গে যাত্রী ইসরাফিল মিয়ার ১০ টাকা ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা বিষয়টি উভয়পক্ষের লোকজনকে জানান। তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি জানান, রেববার দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলেছে। পরে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড রবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে পুলিশসহ অন্তত ‘২৫ জন’ আহত হন জানিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে পরিদর্শক মোবারক হোসেন, এসআই বাবুল সিংহ, এসআই নুর সোলেমান, এএসআই নুর উদ্দিন ও কনস্টেবল সাবিক রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মাত্র ১০ টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এটা দুঃখজনক। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।