মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Published : 16 Jan 2021, 10:42 AM
শুক্রবার সন্ধ্যায় রাধানগর এলাকায় অবসর যাপন কেন্দ্র ‘আমার বাড়িতে’ শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ এ উৎসবের উদ্বোধন করেন ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্ত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে`আমার বাড়ির’ মালিক সজল কুমার দাশ, পরিচালক সোমা দাশ, আবাসন সেবা সংস্থা শ্রীমঙ্গলের র সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুছা, অধ্যাপক অবিনাশ আচার্য, চন্দন ঘোষ, রাজু ঘোষ ও শ্যামলী মৌলভীবাজার কাউন্টারের পরিচালক সোহেল আহমদ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পৌষ সংক্রান্তিতে সিলেট অঞ্চলের সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে পিঠা পুলির আয়োজন করা হয়। এই পিঠাপুলি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে বিলিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন।
উৎসবে প্রায় ৩০ জাতের দেশীয় পিঠা তৈরি করা হয়।