খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য দপ্তরের কর্মী কারাগারে

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ও তার স্ত্রীকে দুদকের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 02:02 PM
Updated : 14 Jan 2021, 02:02 PM
খুলনা দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আইনজীবী বলেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২০ সালের ৯ ডিসেম্বর মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে আয়বহির্ভূতভাবে ৩৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সেই মামলায় তারা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম তা না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।