যশোরে বাইক-ফেনসিডিলসহ আইনজীবী আটক

যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেলে ফেনসিডিল বহনের অভিযোগে এক আইনজীবী আটক হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 03:14 PM
Updated : 5 Jan 2021, 03:14 PM

জেলার বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই উত্তম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মিজানুর রহমান বিপ্লব নামে এই আইনজীবীকে আটক করেন তারা।

বিপ্লব যশোর শহরের স্টেডিয়ামপাড়ার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বিপ্লব শার্শা উপজেলার টেংরা চৌরাস্তা মোড় থেকে ভেসপা মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলের সামনের বক্স থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম বলেন, “বিপ্লব ফেনসিডিল মামলার কারণে সমিতি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বছরখানেক আগে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। তার বিষয়ে আবার পদক্ষেপ নেবে সমিতি।”