পঞ্চগড়ে জমি দখলের মামলায় ইউপি চেয়ারম্যান হাজতে

পঞ্চগড়ের এক ইউপি চেয়ারম্যানকে জমি দখলের মামলায় জেল হাজতে পাঠিয়েছে জেলার একটি আদালত।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 03:45 PM
Updated : 4 Jan 2021, 03:45 PM

মামলায় বাদীপক্ষের আইনজীবী আহসান হাবিব জানান, সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মতিউর রহমান এই আদেশ দেন।

গ্রেপ্তার কুদরত-ই-খুদা মিলন বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলার বরাত দিয়ে আহসান হাবিব বলেন, গত বছরের ১৩ মার্চ ইউপি   চেয়ারম্যান ও তার লোকজন বাংলাবান্ধায় বাদী আব্দুল হামিদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আমিনুর ট্রেডার্স দখল নিতে হামলা চালান। হামলায় আব্দুল হামিদের স্ত্রী আমেনা বেগম ও আইনুল হকের স্ত্রী সালেকা ‘গুরুতর’ আহত হন।

আব্দুল হামিদ এই ঘটনায় ১৬ মার্চ মিলনসহ ১২ জনের নামে আদালতে মামলা দায়ের করেন।

ওসি জানান, মামলায় উচ্চ আদালত ও সংশ্লিষ্ট নিম্ন আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে সোমবার ওই ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

“আদালত চেয়ারম্যান ও আরেক আসামি সাইদুল ইসলামের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন; বাকি তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন।”

আসামিপক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক, হকিকুল ইসলাম হকি, নবিউর রহমান আপেল জামিন শুনানিতে অংশ নেন।