অব্যাহতি দেওয়ার সভার আগেই রাবি রেজিস্ট্রারের পদত্যাগ

অব্যাহতি দেওয়ার সিন্ডিকেট সভা হওয়ার আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী পদত্যাগ করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2020, 01:37 PM
Updated : 31 Dec 2020, 01:37 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায়  ৫০৫তম সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য হাবিবুর রহমান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করতে ৫০৫তম সভা আহ্বান করা হয়। এরই মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দেন। ১ জানুয়ারি পদত্যাগ কার্যকর হবে।

গত ১৩ ডিসেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৫-এর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ২০১৭ সালে পরিবর্তিত নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নীতিমালা পরিবর্তন ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত কমিটি গঠন করেছে।

“ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী তদন্ত কমিটিকে বিভিন্ন পর্যায়ে অসহযোগিতা করেছেন, যা অসদাচরণের শামিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি দিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

এ বিষয়ে রেজিস্ট্রারের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।