লক্ষ্মীপুরে ৩টি হাসপাতাল-ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

অব্যবস্থাপনার অভিযোগে লক্ষ্মীপুরে দুইটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2020, 12:02 PM
Updated : 28 Dec 2020, 12:02 PM

সোমবার দুপুরে শহরের নোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডকে ২০ হাজার, মা ও শিশু প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার ও মীম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার জানান, জেলা শহরের মা ও শিশু প্রাইভেট হাসপাতালের লাইসেন্স ‘সি’ ক্যাটাগরির। কিন্তু তারা ‘বি’ ক্যাটাগরির হাসপাতাল হিসেবে পরিচালনা করছে। এছাড়া হাসপাতাল প্যাথলজি ল্যাব প্রয়োজনের ছেয়েও ছোট। হাসপাতালটিতে নেই কোন প্রয়োজনীয় চিকিৎসক।

অন্যদিকে মীম ডায়াগনস্টিক সেন্টার পর্যাপ্ত নীতিমালা না মেনে হাসপাতাল পরিচালনা করায় সাময়িক বন্ধ রাখার রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

সিভিল সার্জন বলেন, তিনটি হাসপাতালকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও হাসপাতালে চিকিৎসাসেবা উন্নত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সেখানে আবরও অভিযান পরিচালনা করা হবে।