টেকনাফে ট্রলার থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে টেকনাফে মাছ ধরার একটি ট্রলার থেকে দুই লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2020, 09:22 AM
Updated : 23 Dec 2020, 09:22 AM

বুধবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা ঘাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মাহমুদ জানান।

এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

আল-মাহমুদ বলেন, “টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগরে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা মাছ ধরার একটি ট্রলার অবস্থান করছে খবরে কোস্টগার্ডের সদস্যরা সেখানে অভিযান চালায়।

“এ সময় সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড থামার জন্য নির্দেশ দিলে পাচারকারিরা ট্রলারটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে কোস্টগার্ড ধাওয়া দিলে ট্রলারটি সেন্টমার্টিনের গলাচিপা ঘাট সংলগ্ন এলাকার বালুচরে রেখে পাচারকারিরা পালিয়ে যায়।”

পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো কয়েকটি প্যাকেট থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।

উদ্ধার করা ইয়াবা এবং ট্রলারটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।