গাজীপুরে কারখানার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এক কারখানায় মেশিনের বেল্টের সঙ্গে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2020, 06:27 AM
Updated : 20 Dec 2020, 06:27 AM

শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুনিয়া তারগাছ এলাকার ‘লিজ কমপ্লেক্স লিমিটেড’ নামের এক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরাতুন মিয়া (৩০) কিশোরগঞ্জের কটিয়াদি থানার ঘনেরগাও এলাকার আলা উদ্দিনের ছেলে।

প্রতীকী ছবি

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল জানান, কুনিয়া তারগাছ এলাকায় আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থাকতেন এমরাতুন মিয়া। সেখানে থেকে তিনি লিজ কমপ্লেক্স লিমিটেড কারখানায় ওয়াশিং মেশিনের অপারেটর হিসেবে চাকরি করতেন। 

প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি কারখানায় কাজে করছিলেন। এক পর্যায়ে ওয়াশিং মেশিনের বেল্টের সঙ্গে গলার মাফলার ও কাপড়সহ জড়িয়ে গিয়ে একপাশে পড়ে যান তিনি।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমরাতুনকে মৃত ঘোষণা করেন জানিয়ে তিনি বলেন,

নিহতের গলা ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।