চুয়াডাঙ্গায় চিনিকল শ্রমিকদের স্মারকলিপি

দেশের ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 10:34 AM
Updated : 9 Dec 2020, 10:34 AM

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলামের মাধ্যমে তারা এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, মিল বন্ধ করে রাখা হলে দেশের জনগণকে অগ্নিমূল্যে চিনি কিনতে হবে।

এছাড়া দেশের ১৫টি চিনিকল চালু রাখার দাবি করা হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হবে।