‘সংকট কাটাতে পারবেন’ নারায়ণগঞ্জের ফুল চাষি বাতেন

করোনাভাইরাস মহামারীতে যে সংকটের মুখে পড়েছিলেন ‘তা কাটাতে পারবেন’ নারায়ণগঞ্জের ফুল চাষি আবদুল বাতেন।

মার্জিয়া রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 07:47 PM
Updated : 5 Dec 2020, 04:21 AM

জেলার বন্দর উপজেলার মাধবপাশা এলাকার এই ফুল চাষি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে ফুলের চাহিদা ছিল না। জনসমাবেশ বন্ধ থাকায় বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান বন্ধ ছিল।

“এখন আবার ফুলের বাজার চাঙা হচ্ছে। আশা করছি সংকট কাটিয়ে উঠতে পারব।”

তিনি ১৯৯৬ সাল থেকে ফুল চাষের সঙ্গে জড়িত জানিয়ে বলেন, আগে বেলী, গাঁদা, রজনীগন্ধা, চায়না বেলী চাষ করতেন।

“বছর চারেক আগে বিদেশি জারবেলা ফুলের চাষ শুরু করি আমরা তিনজন। ৮০ শতাংশ নিচু জমি আমরা প্রথমে বালু ফেলে ভরাট করি, যাতে বৃষ্টির পানি না ওঠে। সেখানে বাঁশ দিয়ে চারদিকে বেড়া দেই। সিমেন্টের শক্ত খুঁটি দিয়ে তাঁর ওপর পলিথিনের ছাউনিতে জারবেরা চাষ শুরু করি।”

প্রতিটি জারবেলা ফুল ১০ থেকে ১৫ টাকায় পাইকারি বিক্রি করেন বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা বলেন, তারা চাষিদের নিয়মিত পরামর্শ দেন। কিছু ফুল চাষিকে দুইবার প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

“জারবেরা খুবই লাভজনক ফুল। কারণ এটি সারা বছর হয়। বাজারে এই ফুলের চাহিদা প্রচুর। এই ফুলে ভাল লাভের সম্ভাবনা রয়েছে।”

বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় জারবেরার চাষ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।