বঙ্গোপসাগর থেকে আটক ১৭ ভারতীয় জেলে কারাগারে

বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় শিকারের অভিযোগে ১৭ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 11:03 AM
Updated : 3 Dec 2020, 11:03 AM

বৃহস্পতিবার দুপুরে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাটের কারাগারে পাঠানো হয়েছে বলে কোস্টগার্ডের কর্মকর্তা জানিয়েছেন।

এ ঘটনায় জাল-ট্রলারসহ প্রায় এক টন মাছ জব্দ করা হয়েছে। তবে আটকদের পরিচয় জানানো হয়নি।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার সিদ্দিক হাসান জানান, গত মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহলকালে দেশীয় জলসীমায় অনুপ্রবেশকারী ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

জব্দকৃত ট্রলার ও আটকদের বাগেরহাটের মোংলা থানা পুলিশে হস্তান্তর এবং সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়েছে।

সিদ্দিক হাসান জানান, আটকদের বিরুদ্ধে মোংলা কোস্টগার্ড কর্মকর্তা এমএ রহমান বাদী সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুপুরে ভারতীয় জেলেদের মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।