মাগুরায় অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

মাগুরা সদরে একটি অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 11:45 AM
Updated : 2 Dec 2020, 11:45 AM

বুধবার বারাসিয়া গ্রামের উত্তরপাড়া মাঠে ‘মেসার্স ফাইভ স্টার ব্যাটারি হাউজে’ এই অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, অভিযান চলাকালে কারখানায় ব্যাটারি থেকে সিসা তৈরির সরঞ্জার, কিছু দেশি অস্ত্র ও সিসার মন্ড উদ্ধার করা হয়।

“একই সঙ্গে কারখানাটি সিলগালা করে করা হয়। কারখানায় কর্মরত ১০ জন শ্রমিককে আটক করে প্রত্যেককে তিন দিনের কারাতণ্ড দেওয়া হয়।”

পাশাপাশি কারখানা সংলগ্ন একটি ইটভাটাকে এলাকার পরিবেশ দুষণ ও অবৈধ ব্যাটারি কারখানাকে জমি ভাড়া দেওয়ার জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান আবু সুফিয়ান।

ইউনেও আরও বলেন, অভিয়অণ চলাকালে ওই কারখানার মালিক না থাকায় ১০ জন শ্রমিককে আটক হয়েছে। আটক ১০ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত তিন দিনের জেল দিয়েছে।

আটককৃতদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়। পাশাপাশি ব্যাটারি কারখানার পাশে অবৈধভাবে গড়ে উঠা এসএইচবি ইটভাটাকে একলাখ টাকা জরিমানা করা হয় বলে ইউএনও জানান।