কোভিড-১৯: বগুড়ায় দোকানপাট বন্ধ রাত ৮টার পর

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বগুড়া শহরে বিপণিবিতান ও বাজার রাত ৮টার পর বন্ধ রাখতে বলেছে পৌর কর্তৃপক্ষ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 04:43 PM
Updated : 22 Nov 2020, 04:43 PM

শহরবাসীকে এই বার্তা দিতে রোববার পৌর কর্তৃপক্ষ মাইকিং করেছে।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, “কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে বগুড়া পৌরসভা চেয়ারম্যানকে আগে থেকেই প্রস্তুতি এবং প্রচারের জন্য বলেছিলাম। তিনি সেই অনুযায়ী মাইকিং করেছেন।”

গ্রামের হাট-বাজারেও বিধিনিষেধ আরোপ করা হবে বলে তিনি জানিয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, স্বাস্থ্যবিধি না মানায় রোববারও ২৩ জনের জেল জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলা উপজেলায় কাজ করছেন।

শহরে সরেজমিনে দেখা গেছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও হাটবাজার, বিপণিবিতান, রাস্তাঘাট, হোটেল-রেস্টুরেন্ট কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এদিকে বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, কোভিট-১৯ শুরু হওয়ার পর এই পর্যন্ত বগুড়ায় আকান্ত হয়ে মারা গেছেন ২০০ জন। এই পর্যন্ত আক্রান্ত হয়েছে আট হাজার ৫৯৫ জন। সুস্হ হয়েছে সাত হাজার ৮৯৬ জন। চিকেৎসাধীন আছে ৫২১ জন।