শেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

শেরপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 03:33 PM
Updated : 19 Nov 2020, 03:33 PM

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক সোলায়মান মিয়া (৫০) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতুটিয়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী গ্রামের আক্কু মিয়ার ছেলে সাগর আলী (৩০), দিকপাড়া গ্রামের হাসানের ছেলে সোহাগ (২৯) ও বলাইয়েরচর ইউনিয়নের সুরুজ আলীর ছেলে মিজান (২০)।

সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল পৌনে ৪টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী বোঝাই করে শেরপুর যাচ্ছিল।

ওসি জানান, ছয়ঘড়িপাড়া নতুন মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এটির চালক সোলায়মান নিহত এবং তিন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার বালু বোঝাই ট্রাকটি রেখে পালিয়ে যায়।

ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।