টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে এক লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 12:24 PM
Updated : 17 Nov 2020, 12:24 PM

মঙ্গলবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী লেদা এলাকায় এই অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান।

আটক মো. হার বশর (২০) মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বুচিডং থানার ছেরুহা গ্রামের ইমাম হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল ফসয়ল বলেন, লেদা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনক একজন লোককে মাথায় বস্তা নিয়ে নদী পার হতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এই সময় লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করেন।

"পরে লোকটির সঙ্গে থাকা বস্তা খুলে পাওয়া প্লাস্টিক মোড়ানো কিছু প্যাকেট। প্যাকেটগুলো খুলে পাওয়া যায় এক লাখ ৩০ হাজার ইয়াবা।"

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফয়সল।