রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মচারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের হয়রানি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এর কর্মচারীরা।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 09:53 AM
Updated : 12 Nov 2020, 09:53 AM

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বরাবর স্মারকলিপি রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের হাতে তুলে দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠন কর্মচারী সমন্বয় পরিষদের এ স্মারকলিপিতে ৫৮ জন কর্মচারীর ৪৪ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে শুরুর পর সমন্বয় পরিষদের প্রধান মুখপাত্র, ৩য় শ্রেণি কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সহ-সভাপতিকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১২ বছর অতিবাহিত হলেও এখানে কর্মচারীদের আপগ্রেডেশন নীতিমালা না থাকায় কর্মচারীদের সময়মত প্রমোশন ও যথাযথ মর্যাদা থেকে আমরা বঞ্চিত।  এর প্রতিকার দাবি করেছেন তারা।