সাত আন্তঃজেলা মোবাইল ফোন চোর গ্রেপ্তার

কুমিল্লা, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে শরীয়তপুর জেলার পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2020, 11:25 AM
Updated : 7 Nov 2020, 11:25 AM

শনিবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এ তথ্য জানান।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে শরীয়তপুর উত্তর বাজারের মডার্ন স্মার্ট গ্যালারি থেকে চুরি হওয়া ৩০টি নতুন স্মার্ট ফোন এবং মোবাইল বিক্রির সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেন তিনি।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার জেলার মুরাদ নগরের ইকবাল হোসেন (৩০), চট্টগ্রামের কর্ণফুলী শিকল বাহা গ্রামের আইয়ুব আলী (২৮), ফটিকছরির দৌলতপুর গ্রামের লোকমান (২৮), রশিদাবাদ গ্রামের মিজানুর রহমান (১৯), লোহাগড়ার খলিফাপাড়া গ্রামের মিজানুর রহমান (২৬), রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা মিশন এলাকার তুষার বৈদ্য (২৫) এবং হাটহাজারীর পশ্চিম দোলাই গ্রামের শাহাবুদ্দিন ওরফে বেলাল তরফদার (২৫)।

পুলেশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোবাইল চুরির কথা ‘স্বীকার করেছে।’

গত ৫ অক্টোবর সকাল পৌনে ৬টায় শরীয়তপুর পালং উত্তর বাজারস্থ মডার্ন স্মার্ট গ্যালারি নামের মোবাইল ফোনের দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ১৬২টি স্মার্ট ফোন চুরি হয়।

২০ অক্টোবর এই চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের আরো সাত সদস্যকে গ্রেপ্তার করেছিল জেলা ডিবি পুলিশ।