টাঙ্গাইলে লতিফ হত্যাকারীদের দ্রুত বিচার দাবি

টাঙ্গাইলে আব্দুল লতিফ খানের হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধার সন্তানরা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2020, 10:07 AM
Updated : 3 Nov 2020, 10:07 AM

এই দাবিতে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড জেলা শাখা মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা গ্রামে শুক্রবার সন্ধ্যায় একটি গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রতিফ খানকে (৬৫) পিটিয়ে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

মানববন্ধনে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমীন। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা সভাপতি ওমর ফারুক বিপ্লব।

মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ অক্টোবর শুক্রবার বিকালে এক গ্রাম্য সালিশে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েকজন যুবক লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় আব্দুল লতিফের ছেলে হাবিব খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ লিটন (৪০) ও উজ্জল (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করলেও মূল আসামিরা এখনও ধরা পড়েননি।

লিটন ও উজ্জ্বল এখন জেল হাজতে আছেন।