রাজবাড়ীতে গৃহবধূকে হত্যা অভিযোগ, বিচারের দাবিতে রাস্তায় বাবা-মা

রাজবাড়ীতে যৌতুক না পেয়ে লিমা আক্তার মেঘলা নামের এক স্কুলছাত্রী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাবা-মা ও এলাকাবাসী।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 10:04 AM
Updated : 28 Oct 2020, 10:04 AM

বুধবার সকালে রাজবাড়ী শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত গৃহবধূর বাবা কেরামত শেখ, মা মালেকা বেগমসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

লিমার বাবা বলেন, তার মেয়ে লিমা দৌলতদিয়া মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রমেন শেখের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের ১০ জানুয়ারি বিয়ে হয়।

বিয়ের সময় রমেনের চাহিদামত যৌতুকও দেওয়া হয়। কিন্তু আরও যৌতুকের দাবিতে লিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত ২৮ সেপ্টেম্বর তারিখে রমেন ও তার পরিবারের লোকেরা লিমাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে এ ঘটনায় গত ১৫ অক্টোবর রাজবাড়ীর আদালতে মামলা করা হয়েছে। রাজবাড়ী সদর থানায়ও একটি লিখিত এজাহার দেওয়া হয়েছে।