জামালপুরে ব্রহ্মপুত্র খনন করে ফসল নষ্ট করার অভিযোগ

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন করে উত্তোলিত বালি ফেলে ফসলি জমি নষ্ট করার অভিযোগ তুলেছে এলাকাবাসী।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2020, 02:31 PM
Updated : 26 Oct 2020, 02:31 PM

সদর উপজেলার জয়রামপুর এলাকায় সোমবার ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি দিয়ে তারা এই অভিযোগ করেন।

কৃষকদের অভিযোগ, ড্রেজার দিয়ে বালি তুলে রাখার কথা সরকারের বিভিন্ন খাসজমিতে। কিন্তু অপরিকল্পিতভাবে রাখা হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত জমির ফসল বালিচাপায় নষ্ট হচ্ছে। ড্রেজারের পানির তোড়ে ভেঙে যাচ্ছে তাদের গাছপালা।

মানববন্ধনে বক্তব্য দেন ওই এলাকার কৃষক আনিসুর রহমান, মোস্তফা কামাল, রাকিব হোসেন, মো. ফরিদ মিয়া ও শাহাজাহান মিয়া।

তারা বলেন, ব্রম্মপুত্র নদের চরের জমিতে ধান, পেঁয়াজ, আলু, মিষ্টি কুমড়া, মরিচ, শশা, করলা, বেগুনসহ বিভিন্ন ফসল চাষ করে চর এলাকার কৃষকরা সংসার চালান।

ফসল ঘরে তোলার মুহূর্তে বালিতে চাপা পড়ায় তারা সর্বস্বান্ত হচ্ছেন বলে তাদের অভিযোগ।

তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

বিআইডব্লিউটিএ জামালপুরের সহকারী প্রকৌশলী এমডি সাব্বির বলেন, উত্তোলিত বালি কোথায় রাখা হবে তা চিহ্নিত করে দিয়েছে প্রশাসন। যেখানে বালি রাখা হচ্ছে সেগুলো সরকারের খাসজমি বলে তাদের জানানো হয়েছে। সতর্কতার সঙ্গেই তারা কাজ করছেন, যাতে আশপাশের কেউ ক্ষতিগ্রস্ত না হন।

“উত্তোলিত বালির সঙ্গে আসা পানিতে কিছুটা সমস্যা হচ্ছে। কিভাবে সেই সমস্যা সমাধান করা যায় তা আমরা দেখছি।”

খাসজমিতে বালি ফেলা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিনও।

তিনি বলেন, এখানে মোট ৫৩ একর খাসজমি আছে। প্রকল্পের নির্দেশনা অনুযায়ী খাসজমি চিহ্নিত করার পর সেখানে বালি ফেলা হচ্ছে। ফসল বা কৃষকের ব্যক্তিগত জমি নষ্ট হচ্ছে এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।