সাতক্ষীরায় মাদক পরীক্ষায় ৫ পরিবহন শ্রমিক শনাক্ত

সাতক্ষীরা জেলার সড়ক পরিবহন খাতকে মাদকমুক্ত করতে চালকদের ডোপ টেস্ট করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 06:31 AM
Updated : 24 Oct 2020, 06:31 AM

শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় এই ডোপ টেস্টে সন্দেহভাজন ১২ জনের মধ্যে পাঁচজন মাদকসেবী হিসেবে শনাক্ত হন বলে জানায় পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। তবে পুলিশ তাদের পরিচয় না জানায়নি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাইউদ্দিন জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় ট্রাফিক পুলিশ, সদর থানার পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্সের সদস্যদের সমন্বয়ে চালক এবং মোটর শ্রমিকদের মাঝে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০’ উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা সড়ক পরিবহন খাতকে মাদকসেবীমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।