মুরগির খাবার নিয়ে ঝগড়া: নারায়ণগঞ্জে ‘চাচার টেটায়’ ভাতিজা খুন

হাঁস-মুরগিকে খাবার দেওয়া নিয়ে পারিবারিক ঝগড়ার জেরে নারায়ণগঞ্জে এক যুবককে তার চাচা হত্যার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 06:17 AM
Updated : 18 Oct 2020, 07:44 AM

শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিঘুলিয়ারটেক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ছানাউল্লাহ সরকার (৩৩) উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি দিঘুলিয়ারটেক এলাকার সাত্তার সরকারের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, হাঁস-মুরগির খাবার দেওয়া নিয়ে ঝগড়ার জের ধরে চাচার টেটায় বিদ্ধ হয়ে ভাতিজার মৃত্যু হয়েছে।

ঘটনান বিবরণে ওসি মাহমুদুল জানান, শনিবার রাত ৮টার দিকে এ নিয়ে পারিবারিক কলহ বাধে। এর জেরে ভাতিজা ছানাউল্লাহ সরকারের সঙ্গে তার চাচা আকতার হোসেনের বাকবিতণ্ডা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে আকতার তার টেঁটা দিয়ে ছানাউল্লাহকে আঘাত করেন।

রাত ১০টার দিকে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী থানায় হত্যা মামলা করেছেন।