বাগেরহাটে বিটিসিএলের ক্যাবল কাটা পড়ে ভোগান্তি  

বাগেরহাটে বিটিসিএলের ক্যাবল কাটা পড়ে সাড়ে চারশ টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তর।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 07:17 AM
Updated : 13 Oct 2020, 07:27 AM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বাগেরহাট কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক (কারিগরি) নাসিফ কবির আকাশ জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের শহরের সাহাপাড়া এলাকায় কালভার্টের সংস্কার কাজের সময় বিটিসিএলের ক্যাবল কাটা পড়ে।

মঙ্গলবার সকাল থেকে কাটা পড়া ক্যাবল মেরামতের কাজ শুরু হয়েছে বলে বিটিসিএল কর্তৃপক্ষ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাসিফ বলেন, “বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ চলছে।শহরের সাহাপাড়া এলাকায় কালভার্টের সংস্কার কাজের সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অসাবধনতাবশত বিটিসিএলের প্রাইমারি এবং সেকেন্ডারি ক্যাবল কেটে ফেলে।

“এতে বাগেরহাটের বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রায় সাড়ে চারশ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”

মঙ্গলবার সকালে ওই কাটা ক্যাবলের সংযোগ মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়ে নাসিফ বলেন, “এই কাজে একটু সময় লাগবে; যত দ্রুত সম্ভব আমরা বিচ্ছিন্ন হয়ে পড়া সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর টেলিফোন সংযোগ দেওয়ার চেষ্টা করছি।”

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, “বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ চলমান করছি; বিটিসিএল কর্তৃপক্ষের সমন্বয়ে আমরা এই মহাসড়কের উন্নয়ন কাজ করছি। সোমবার সকালে বিটিসিএলের দুটি ক্যাবল কাটা পড়ে। এতে বেশ কিছু সরকারি দপ্তরের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।