কক্সবাজারে বাস বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে নিহত ৩

কক্সবাজার সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 10:03 AM
Updated : 11 Oct 2020, 10:03 AM

সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের খুদাইবাড়ী এলাকায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম।

নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (১৮), কালাম ভাণ্ডারী (৬০) ও মোহাম্মদ জাহেদ (২৮)।

পরিদর্শক হালিম আহতদের বরাতে বলেন, ৪৫ জনের একটি দল শনিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নীলাচল পরিবহনের একটি বাসে করে  কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

“এতে বাসের মাথা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”

অন্যজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী জানান।

এছাড়া এ দুর্ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে ঈদগাঁও স্টেশনের বিভিন্ন ক্লিনিকে এবং সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক হালিম।