নোয়াখালীতে সেই গৃহবধূর লাশের আরও তিনটি খণ্ড উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সেই গৃহবধূর মরদেহের আরও তিনটি খণ্ড পাওয়া গেছে; এর আগে পাওয়া গিয়েছিল দুইটি।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 01:19 PM
Updated : 8 Oct 2020, 01:19 PM

চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে চরজব্বার ইউনিয়নের উত্তর জাহাজমারা গ্রামের একাধিক ধানক্ষেত থেকে খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। এগুলো হলো গলা থেকে বুকের অংশ ও দুই পা।

এর আগে বুধবার সন্ধ্যায় একই এলাকায় অন্য একটি ধানক্ষেত থেকে মাথা ও কোমরের অংশ উদ্ধার করে পুলিশ।

নিহত নুর জাহান বেগম চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রয়াত আব্দুল বারেকের স্ত্রী। 

এই ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বুধবার রাতে চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন। তবে এখানও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোরে তার মা ঘর থেকে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না। বুধবার বিকালে স্থানীয় এক নারী ধান ক্ষেতের আইলে শামুক খুঁজতে গিয়ে মরদেহের টুকরো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে মায়ের মরদেহ শনাক্ত করেন তিনি।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী বলেন, কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।