পিরোজপুরে চীনা টেকনিশিয়ান হত্যা: মূল আসামি গ্রেপ্তার

পিরোজপুরে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক লাও ফান হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 04:34 AM
Updated : 8 Oct 2020, 04:34 AM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকা থেকে সিরাজ শেখ নামের ওই আসামিকে  গ্রেপ্তার করা হয় বলে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান।

সিরাজ (৩৫) পিরোজপুর সদর উপজেলায় গুয়াবাড়িয়া এলাকার সত্তার শেখের ছেলে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের পিরোজপুরের কুমিরমারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক লাও ফান (৫৮) গুরুতর আহত হয়। পরে পিরোজপুর জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ ঘটনায় বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রকৌশলী চাও চিং হুয়া বাদী হয়ে রাতেই অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করে।