মৌলভীবাজারে গোপলার কচুরিপানা কৃষকের কান্না

মৌলভীবাজারের যতরপুর গ্রামের প্রায় তিন হাজার মানুষের জীবিকার একমাত্র উৎস দুই বছর ধরে কচুরিপানায় ঢেকে চাষাবাদ বন্ধ রয়েছে।

বিকুল চক্রবর্তী মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 02:21 PM
Updated : 2 Oct 2020, 02:21 PM

জেলার শ্রীমঙ্গল উপজেলার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, হাইল হাওরের ভেতর দিয়ে প্রবাহিত গোপলা নদীপাড়ের বাঁধ ভেঙে সেখান দিয়ে কচুরিপানা ঢুকছে জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, তিনি জায়গাটি পরিদর্শন করেছেন।

“যতরপুর গ্রামে প্রায় তিন হাজার মানুষ রয়েছে, যাদের একমাত্র জীবিকা নির্বাহ হয় বোরো ধান চাষ করে। তারা যেখানে ধান চাষ করেন সেখানে দুই বছর ধরে কচুরিপানা জমে রয়েছে। তারা চাষাবাদ করতে পারছেন না। এই কচুরিপানা তাদের পক্ষে সরানো সম্ভব না।”

বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করবেন বলে জানান।

সমস্যা সমাধানে নদী খনন ও বাঁধ মেরামতের জন্য এলাকাবাসীকে আবেদন করতে বলেছেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রণেন্দ্র শংকর চক্রবর্তী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, খোঁজখিবর নেওয়ার পর তিনি উদ্যোগ নেবেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুহিত পাল, যতরপুর গ্রামের কৃষক মসুদ মিয়া, শহশ্রী গ্রামের কৃষক কিতাব আলী, রশিদ মিয়া এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।