কক্সবাজারে আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির বিচার শুরু

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণকারী ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক মামলার বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 05:07 PM
Updated : 30 Sept 2020, 05:07 PM

এছাড়া আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে বলে জানিয়েছেন কক্সবাজারের পিপি ফরিদুল আলম।

তিনি বলেন, বুধবার বিকেলে জেলা ও  দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিচার শুরুর আদেশ দেয়। এ সময় মামলার সব আসামি আদালতে ছিলেন। আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে।

২০১৯ সালের  ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও তৎকালীন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার ফজল আহমদের ছেলে মোহাম্মদ রাসেল জেলহাজতে থাকার সময় মারা যান।

আত্মসমর্পণের সময় তারা সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩৬টি বন্দুক ও বেশ কিছু গুলি জমা দেন। সে ঘটনায় তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়।

গত ৩১ অগাস্ট কারাগারে থাকা ১০১ আসামির বিরুদ্ধে দুটি মামলায়ই পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।