ধর্ষণের প্রতিবাদে মহিলা পরিষদ: বাগেরহাটে মানববন্ধন

দেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 06:55 AM
Updated : 27 Sept 2020, 06:55 AM

তারই অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা।

সম্প্রতি সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের প্রেক্ষিতে তারা এ প্রতিবাদ করছেন।

মানবন্ধনে বক্তারা বলেন, “গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসহা হয়েছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে।”

দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংস ঘটনা ঘটায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান তারা।

একই সাথে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানানা নেত্রীরা।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী পারভীন আহমেদ, সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন, সাবেক সভাপতি তহুরা হোসেন, বাগেরহাট পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর তানিয়া খাতুন, রূপান্তরের শিল্পী আক্তার, মহিলা পরিষদের সদস্য ঝিমি মন্ডলসহ অন্যরা।