টঙ্গী স্টিল মিলে দ্বগ্ধ শ্রমিকদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল কারখানায় তরল লোহা ছিটে দ্বগ্ধ চারজনের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 07:38 PM
Updated : 16 Sept 2020, 07:38 PM

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোজাম্মেল হক (২২) নামে এই শ্রমিক মারা যান বলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদ হোসেন জানান।

তিনি বলেন, বুধবার বেলা পৌনে ১১টার দিকে মোজাম্মেল মারা যান। এর আগে সোমবার সকাল ৯টার দিকে রিপন চন্দ্র মোহন্ত ও শনিবার ভোরে দুলাল শেখও একই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাধীন অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় কারখানায় কাজ করার সময় তরল লোহা ছিটে দুই শ্রমিকের ৯০ শতাংশ আর অন্য দুইজনের ৫০শতাংশ দগ্ধ হয়।

এছাড়া মো. আজাহার (২৬) নামে এক শ্রমিক সামান্য দ্বগ্ধ হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার দিনই ফিরে গেছেন।