গ্রিসে হবিগঞ্জের ২ ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রিসে হবিগঞ্জের দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 11:48 AM
Updated : 16 Sept 2020, 11:48 AM

নিহতরা হল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন ও একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া।

মমিনের চাচা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মমিন গ্রিসের রাজধানী এথেন্সের আসপোগিরগো এলাকায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। সম্প্রতি মমিনের কাছে গিয়ে একই কাজে যোগ দেন শাহীন।

“সেখানকার সময় মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়রা দুই মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একজনের মাথায় আর অন্যজনের গলায় গুলির চিহ্ন পেয়েছে সে দেশের পুলিশ।”

কিভাবে তারা গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে গ্রিস ছাত্রলীগের সভাপতি জায়েদ খান বলেন, “ডাকাতিতে বাধা দেওয়ায় তাদের গুলি করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গ্রিস পুলিশ তদন্ত করছে।”

পরিবার চাইলে মরদেহ দেশে আনার জন্য প্রশাসন সহযোগিতা দেবে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন।