তিন জেলায় পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

কুমিল্লা, নেত্রকোণা আর জয়পুরহাটে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিকুমিল্লা, নেত্রকোণা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2020, 01:15 PM
Updated : 12 Sept 2020, 01:15 PM

তাদের সবার মরদেহ শনিবার পানিতে ভেসে ওঠার পর খুঁজে পান অভিভাবকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা

কুমিল্লায় মারা গেছে জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের হোসেন মোল্লার মেয়ে ফাতেমা আক্তার (৬) ও মহসীন মোল্লার মেয়ে মনিজা আক্তার (৭)। তারা চাচাত বোন।

ফাতেমার বাবা হোসেন মোল্লা বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তার মেয়ে ও ভাতিজি গোমতী নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসে।

তিতাস থানার ওসি আহসানুল ইসলাম বলেন, পুলিশ খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আসেন। কিন্তু তারা শিশুদের খুঁজে পাননি। শনিবার বেলা পৌনে ১১টার দিকে দুই শিশুর মৃতদেহ ভেসে ওঠে।

জয়পুরহাট

জয়পুরহাটে মারা গেছে জেলার কালাই উপজেলার বলিগ্রামের তালাহ্ মুরমু মেয়ে পূর্ণিমা (৬)।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক পরিবারের বরাতে জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের খেলাধুলা করার সময় পুকুরে পড়ে  ডুবে যায় পূর্ণিমা। পরে মরদেহ ভেসে ওঠে।

নেত্রকোণা

নেত্রকোণায় মারা গেছে জেলার দুর্গাপুর পৌরশহরের  চক লেঙ্গুরা এলাকার  আব্দুল মজিদের মেয়ে  নাইমা খাতুন (৫) ও  আব্দুর রহমানের মেয়ে সানজিদা আক্তার (৪)। তারা চাচাত বোন।

দুর্গাপুর থানার ওসি শাহ নূর এ আলম পরিবারের বরাতে জানান, শনিবার দুপুরে তারা বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে তাদের সাড়া না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে যায়। একপর্যায়ে পুকুরে দুই বোনের মরদেহ ভেসে ওঠে।