মেহেরপুরে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মেহেরপুরে গাংনী উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।  

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 06:35 AM
Updated : 7 Sept 2020, 06:35 AM

উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের বাড়ি থেকে সোমবার সকালে নাসিমা খাতুন নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান।

নিহত নাসিমা খাতুন ওই এলাকার শাকিল আহমেদের স্ত্রী।

নাসিমার মা বিলকিছ খাতুন বলেন, এক বছর আছে শাকিলের সঙ্গে তার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে নাসিম যৌতুকের জন্য তার মেয়ের উপর নির্যাতন চালিয়ে আসছিল।

যৌতুকের টাকা না পেয়ে নাসিমই তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে দাবি বিলকিসের।

ওসি বলেন, “শাকিল ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায় নি। পারিবারিক কোলহের জেরে শ্বাসরোধ করে নাসিমাকে হত্যা তরা হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।