শরীয়তপুরে স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাড়ি থেকে এক স্বাস্থ্যসহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2020, 11:56 AM
Updated : 5 Sept 2020, 11:56 AM

তার নাকে-মুখে রক্ত থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসক কিছু বলতে পারেননি। পরিবারও কারও বিরুদ্ধে অভিযোগ করেনি।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, শনিবার সকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড়কাচনা গ্রামের বাড়ি থেকে ইলিয়াছ কাঞ্চন টিটু (৩৩) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। এ ঘটনায় পরিবার অপমৃত্যুর মামলা করেছে বলে তিনি জানান।

টিটু নাগেরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যসহকারী পদে কাজ করতেন। নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জলিল সরদারের ছেলে।

জলিল বলেন, টিটু শুক্রবার রাতে খাওয়াদাওয়ার পর তার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তার ঘরের দরজা-জানালা খোলা দেখা গেছে। ঘর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“আমি অপমৃত্যু মামলা করেছি। তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে বলে বিশ্বাস করি।”

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “টিটুরর নাক, মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল।

“তবে তাকে কেউ মেরে ফেলছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে জানি না। তার পরিবার মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”