কুড়িগ্রামে এসিড নিক্ষেপের অভিযোগে একজন আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় কিশোরীকে এসিড নিক্ষেপের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 07:51 AM
Updated : 4 Sept 2020, 07:51 AM

আটক রশিদ মিয়া (৩৫) উপজেলার মইদাম গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

মামলার পর তাকে শুক্রবার দুপুরে কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিমের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভুরুঙ্গামারী থানার ওসি মুহাম্মদ আতিয়ার রহমান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই কিশোরী বাড়ির কাছে নানাবাড়ি যাওয়ার পথে একই গ্রামের রশিদ তাকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করলে রশিদ তাকে ব্যাটারির এসিড ছুড়ে মারেন। এসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে কিশোরীর ওড়নায় লাগে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে রশিদকে আটক করে পুলিশে খবর দেয়।

ওসি মুহাম্মদ আতিয়ার বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাত থেকে রশিদকে আটক করেন। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনের ৬ ধারায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।