বেনাপোল বন্দরের শেডে হাতবোমা বিস্ফোরণ

বেনাপোল স্থলবন্দরের শেডে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কের সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 02:54 PM
Updated : 2 Sept 2020, 02:54 PM

বুধবার দুপুরে বন্দরের ২৩ নম্বর শেডে এ বিস্ফোরণ হয় বলে বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান।  

আব্দুল জলিল জানান, স্থলবন্দরের ২৩ নম্বর সেডের মধ্যে রাখা মোটর যন্ত্রাংশের কাঠের কার্টনের ফাঁকে সুতলি দিয়ে পেঁচানো একটি ‘হাত বোমা’ হঠাৎ বিস্ফোরিত হয়।

“এ সময় সেখানে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও হ্যান্ডলিং শ্রমিকরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।”

পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।