রাজবাড়ীতে চিকিৎসককে ধর্ষণের দায়ে ৩ জনের ফাঁসির রায়

রাজবাড়ীতে এক চিকিৎসককে দলবেঁধে ধর্ষণের দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 10:13 AM
Updated : 2 Sept 2020, 11:37 AM
রাজবাড়ীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার বুধবার এই রায় ঘোষণা করেন।

এছাড়া সাজাপ্রাপ্ত সবাইকে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের রানা মোল্লা, মামুন মোল্লা ও হান্নান সরদার।

রাজবাড়ী জজ আদালতের পিপি মো. উজির আলী শেখ মামলার নথির বিবরণে জানান, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে অটোরিকশায় করে শিবরামপুর যাচ্ছিলেন এই নারী চিকিৎসক। পথে নির্জন জায়গায় অটোরিকশা দাঁড় করান চালক। এ সময় অটোরিকশায় আরও দুই যাত্রী ছিলেন।

পিপি বলেন, ওই তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন মিলে রাস্তার পাশে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে সবাই অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় চিকিৎসক নারী নিজেই বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা করেন।

পিপি উজির আলী বলেন, “সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত নারী ও শিশুনির্যাতন দমন আইন ২০০০(৯/৩) ধারায় এই রায় দিয়েছে।”