নীলফামারীতে তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২৬ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি তিন ব্যবসায়ীকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 10:15 AM
Updated : 23 August 2020, 10:15 AM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম এই জরিমানা করেন।

একজন র‌্যাব সদস্য জানান, সৈয়দপুর পৌরশহরের বিচালিপট্টি এলাকায় তিনটি গুদামে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন মজুদ আছে এমন গোপন খবর পেয়ে র‌্যাব ১৩, পরিবেশ অধিদপ্তর ও সৈয়দপুর উপজেলা প্রশাসন শনিবার বিকালে অভিযান চালায়। এ সময় তারা ওই এলাকার ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককের গুদাম থেকে ছয় মেট্রিকটন, শেখ আজাহারুল্লাহর গুদাম থেকে ১০ মেট্রিকটন এবং নাসির উদ্দিনের গুদাম থেকে ১০ মেট্রিকটনসহ মোট ২৬ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে তিন ব্যবসায়ীকে আটক করনে।

সহকারী কমিশনার রমিজ আলম বলেন, অপরাধীরা অভিযোগ স্বীকার করায় বিধিমোতাবেক তাদের প্রত্যেককে দুই লাখ করে  ছয় লাখ টাকা জরিমানা করা হয়। আর জব্দ করা হয় ২৬ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন।

জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।