পঞ্চগড়ে ‘বাড়ির উপর থেকে বিদ্যুতের তার সরাতে বলায়’ হামলায় নিহত

পঞ্চগড়ে প্রতিবেশীকে বিদ্যুতের তার সরিয়ে নিতে বলার জেরে মারধরে একজন নিহত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2020, 03:22 PM
Updated : 21 August 2020, 04:57 PM

শুক্রবার বিকালে তেঁতুলিয়া ইউনিয়নের মাথাফাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।

নিহত মো. খলিল (৫০) পেশায় একজন ভ্যানরিকশা চালক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পলাশ চন্দ্র সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ চৌধুরী জানান, খলিলের বাড়ির ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন গেছে প্রতিবেশী সোলায়মান, বক্কর ও এনামুলদের বাড়িতে।

“খলিল ঘর মেরামত করার জন্য প্রতিবেশীদের বিদ্যুতের লাইন সরানোর কথা বলে। শুক্রবার বিকালে এ নিয়ে তাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা খলিলকে ধরে বেধড়ক মারপিট করে।

“এতে খলিল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”

ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেলেও পরে সোলায়মানকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে তৎপরতা চলছে বলে জানান পরিদর্শক সাইদ।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।