গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দোকান খোলায় জরিমানা

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দোকান চালানোর দায়ে এক ঔষুধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2020, 07:23 AM
Updated : 21 August 2020, 07:23 AM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম এই জরিমানা করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে রামদিয়া বাজারে সোহাগ মোল্যা (৪০) নামে এক ব্যবসায়ী তার দোকানে ওষুধ বিক্রি করছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে সত্যতা মেলে। প্রচলিত আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তাকে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।