ফরিদপুরের সেই বরকত-রুবেলের আরেক ভাইকে গ্রেপ্তার

ফরিদপুরের আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার মামলায় বহুল আলোচিত বরকত-রুবেলের পর তাদের আরেক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 05:28 PM
Updated : 18 August 2020, 05:28 PM

মঙ্গলবার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল মন্ডল (৪১) ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের ভাই। ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত জুয়েল শহরের বদরপুরের সালাম মন্ডলের ছেলে।

এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, জুয়েলকে মঙ্গলবার বিকালে বোয়ালমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

“জেলা আওয়ামী লীগের সভাপতির বাসায় হামলার মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার করা হয় তাকে।”

গত ১৬ মে রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার শহরের মোল্লাবাড়ি সড়কে অবস্থিত যমুনা ভবনে দুই দফা হামলা হয়। এ ঘটনায় সুবল সাহা ১৮ মে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে বরকত ও রুবেলসহ নয়জনকে গত ৭ জুন প্রথম গ্রেপ্তার করে পুলিশ। তারা বর্তমানে মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন।