নোয়াখালীতে নদীতে নিখোঁজ সেই তিন জনের লাশ উদ্ধার

নোয়াখালীতে শখ করে নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া সেই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2020, 12:44 PM
Updated : 16 August 2020, 12:44 PM

রোববার ওই নদী থেকে ডুবুরি দল দুইজনের এবং আগের দিন একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন।

তারা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে নজরুল ইসলাম স্বপন (৩৫), হাবিব উল্লার ছেলে ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৮) এবং শাহ আলমমের ছেলে মেহেদী হাসান (২০)। এদের মধ্যে মেহেদী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

ফায়ার সার্ভিসের নোয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাস জানান, শনিবার সকালে মুছাপুর ক্লোজার এলাকায় বেড়াতে আসেন ফেনীর ২৩ জন দর্শনার্থী। তাদের মধ্যে সাত জন শখ করে ঝাঁকি জাল দিয়ে ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামেন।

“এ সময় হঠাৎ জোয়ারের তোড়ে তাদের মধ্যে তিনজন পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে উদ্ধার অভিযান চালায়। পরে চট্টগ্রাম থেকে এসে তিন ডুবুরি তাদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেন।”

ডুবুরি দল শনিবার বিকাল ৩টার দিকে নজরুল ইসলাম স্বপনের মরদেহ উদ্ধার করেন। রোববার ভোর ৬টায় আনোয়ার হোসেনের এবং সকাল সাড়ে ১১টার দিকে মেহদী হাসানের মরদেহ উদ্ধার করেন তারা।

কোম্পানীগঞ্জ থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, মরদেহ তিনটি নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।