করোনাভাইরাস: রাজশাহী বিভাগে আরও ৩১৪ জন আক্রান্ত

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 08:33 AM
Updated : 8 August 2020, 08:34 AM

এছাড়া একই সময়ে এ রোগে আক্রান্ত একজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, শনিবার দুপুর পর্যন্ত এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১৯০ জন। আর সুস্থ হয়েছেন ৮৪০১ জন।

গোপেন্দ্রনাথ বলেন, বিভাগের আটটি জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বগুড়ায় ৮৫ জন আর নাটোরে ৮৪ জন। সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন দুইজন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বগুড়ায় রয়েছেন ৫১৮০ জন। রাজশাহী শহরে ২৬৭১ জন এবং রাজশাহী জেলায় রয়েছেন ৩৫৩২ জন। অন্যান্য জেলায় হাজারের নিচে। তাদের মধ্যে সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জে রয়েছেন ৫১৯ জন।