কোভিড-১৯: যশোরে আক্রান্ত ছাড়ালো দুই হাজার

যশোরে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 01:20 PM
Updated : 6 August 2020, 01:20 PM

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলার ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ১৮।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার রাত পর্যন্ত তাদের ল্যাবে যশোরের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার বিকাল ৫টা পর্যন্ত যশোরে মোট এক হাজার ৯৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এর সঙ্গে বৃহস্পতিবারের ৭৯ জন যোগ হলে দাঁড়ায় দুই হাজার ১৮। এদের মধ্যে মারা গেছেন ২৯ জন; সুস্থ হয়েছেন এক হাজার ১৭৪ জন।