সিরাজগঞ্জে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ ৫

সিরাজগঞ্জে পৃথক নৌকা ডুবির ঘটনায় ২ শিশুর মৃত্যু ও পাঁচজন নিখোঁজ হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 06:12 AM
Updated : 6 August 2020, 06:43 AM

উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের কুমার ব্রিজের কাছে বুধবার দুপুরে এবং যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এলাকায় সন্ধ্যায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলো- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের দুই শিশু কন্যা জয়নব খাতুন শিখা (৭) ও বিথি আক্তার বাসনা (৫)।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের ২৫/৩০ জন নারী-পুরুষ ও শিশু বুধবার দুপুরে ইঞ্জিন চালিত কায় করে মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের এক কবিরাজ বাড়ি যাচ্ছিল। পথে নৌকাটি ঝড়ো বাতাসে উল্টে ডুবে যায়।

“এ সময় আশপাশের লোকজন গিয়ে নৌকার যাত্রীদের এবং দুই শিশুর লাশ উদ্ধার করে ।”

একই দিন সন্ধ্যায় সিরাজগঞ্জের যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এলাকায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ হয় বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আব্দুল হামিম জানান।

নিখোঁজরা হলেন- মারুফ, মিজান, হাসি, শরীফ ও শাহাদৎ।  তারা সবাই গোপালপুর উপজেলার বাসিন্দা।

হামিম বলেন, “টাঙ্গাইলের গোপালপুর থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা যমুনা নদীতে আসে। এ সময় নদীর প্রবল স্রোতে নৌকা ডুবে যাত্রীরা পানিতে পড়ে যায়।

আশপাশে থাকা অন্য দুইটি নৌকা তাৎক্ষনিক ১৭জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় ৫ জন।”

নিখোঁজদের উদ্ধারে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।